“উদীচী” কে ‘না’ বলুন: অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিষিদ্ধ ঘোষণা করা হোক
গত ৩রা নভেম্বর, ২০০৮ ঈসায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজাতীয় ও ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক সংগঠন “উদীচী” কর্তৃক প্রদর্শিত ‘মান্দার’ নামক নাটকে একটি ব্যঙ্গ চরিত্রের নাম রাখা হয় ‘মুহাম্মদ রাসূল’। নাটকের মধ্যে মুহাম্মদ রাসূলের চরিত্রকে ব্যঙ্গ করে ‘এই কুত্তার বাচ্চা মুহাম্মদ’ বলে গালি দিয়ে তার চরিত্রটিকে চামচা হিসেবে ব্যবহার করেছে (নাউযুবিল্লাহ)। যা দ্বারা মূলত: ইসলাম ধর্মের প্রাণপুরুষ আমাদের প্রিয় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:)কে-ই বোঝানোর চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র যার রাষ্ট্র ধর্ম হলো ইসলাম; এদেশের শতকরা ৯৫ ভাগ মুসলমান সহ বিশ্বের প্রায় ২৫০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত ও অসম্মানী প্রদর্শনের এত বড় স্পর্ধা দেখিয়েছে একটি আগাছা সংগঠন; অথচ প্রশাসন দারুন নিরব ভূমিকা পালন করছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিপ্রদান সহ “উদীচী” কে নিষিদ্ধ করা হোক।।
No comments:
Post a Comment