আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ড ও ছয়টি সংরক্ষিত ওয়ার্ডেও নির্বাচন হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।
হেলালুদ্দিন আহমদ জানান, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের মেয়াদ হবে এই সিটি করপোরেশনে বাকি মেয়াদ পর্যন্ত। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন আইনি দিক পর্যালোচনা করেছে। এই নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা নেই।
এক প্রশ্নের জবাবে হেলালুদ্দিন আহমদ বলেন, আগামী ৩১ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাঁরা এবার ভোটার হয়েছেন, তাঁরা নির্বাচনে ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে পারবেন না।--- source Prothom Alo
2 comments:
Great story from you, This post is really amazing, very informative and great post from you. I really appreciate your work, keep working like this.
Must try this Traffic Racer
الحل السحري لمشكلة الحمام في بيتك!
📌 القصة: تخيل أنك تستيقظ صباحًا لتجد شرفتك مليئة بالريش وبقايا الحمام! تحاول تنظيفها، لكن المشكلة تعود كل يوم.
🔍 الفكرة الرئيسية: الحل ليس في التنظيف المتكرر، بل في الوقاية الذكية! تركيب شبك وأشواك تركيب طارد الحمام بالرياض يمنعهم من الاقتراب نهائيًا، ويجعل بيتك أنظف وأكثر راحة.
✅ ودّع الفوضى للأبد! احجز خدمتك الآن ودعنا نؤمن منزلك من إزعاج الحمام. تواصل معنا عبر الرسائل!0503944246
Post a Comment